দেশের দর্শকদের জন্য আবারও চমক নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। ১৩ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে বহুল কাঙ্ক্ষিত চলচ্চিত্র 'সিন্ডারেলা'। একই দিনে ছবিটি বাংলাদেশে মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।
কাচের জুতা পায়ে দিয়ে নতুন রূপে, নতুন সাজে ফের রুপালি পর্দায় ভালোবাসা ছড়াতে প্রস্তুত সিন্ডারেলা। ডিজনির হাত ধরেই আবার দর্শকদের সামনে আসছে সে। এবার রূপকথার নায়িকা লিলি জেমস। সিন্ডারেলার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ডাউনটাউন অ্যাবের এ অভিনেত্রীকে।
মা-হারা ছোট্ট মেয়েটিকে দেখে শুনে রাখার জন্য আবারও বিয়ের পিঁড়িতে বসেন বাবা। তবে কিছুদিন পরেই বাবার মৃত্যু আদরের সেই মেয়েটিকে ফেলে দেয় কষ্ট আর গঞ্জনায়। সৎ মায়ের চোখের শত্রু সে। ঘরের কাজ করেই তাই সারাদিন পার করতে হয় তাকে। সারাদিন চিমনির পাশে বসে থাকার কারণে তার সারা গায়ে লেগে থাকে একগাদা ছাই। তাই সৎবোনেরা তার নাম দেয় সিন্ডারেলা। বহুল জনপ্রিয় এই রূপকথা নিয়ে এ যাবৎ অনেক চলচ্চিত্র, নাটক নির্মিত হয়েছে। এবারের ছবির পরিচালক কেনেথ ব্রান্যাঘ। চমৎকার চিত্রনাট্য বাস্তবে রূপ দিয়েছেন পরিচালক। তিনি জানান, কিছু নতুন চমক থাকছে এবারের সিনেমায়। আর সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ১৩ মার্চ ছবি মুক্তি পাওয়া পর্যর্ন্ত।