বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ। বৃহস্পতিবার ১২ মার্চ দুপুর ২টা ৩৬ মিনিটে ক্ষমা চেয়ে তিনি একটি স্ট্যাটাস দেন।
এর আগে, নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে প্রসেনজিৎ লেখেন ‘বাঘের কিন্তু জাত আলাদা হয়, বেড়ালকে ভুল করে বাঘ না ভাবাই ভাল!’ এরপরই চারিদিকে সমালোচনার ঝড় ওঠে। পরে নিজের ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসটি মুছে প্রসেনজিৎ নতুন একটি স্ট্যাটাসে ক্ষমা প্রার্থনা করেন।
নতুন স্ট্যাটাসে তিনি লেখেন, আজকের সকালের পোস্ট টায় অনেকেই তাদের কুরুচিকর বক্তব্য রাখায় আমি অত্যন্ত দু:খিত। আপনাদের প্রতিক্রিয়া দেখে আমার বুঝতে বেশ কিছুটা সময় লেগেছিল যে কিসের ভিত্তিতে এই প্রতিক্রিয়া? সংলাপটি আমার ‘অমর প্রেম’ ছবি থেকে নেওয়া হয়েছে যেখানে ছবির খলনায়কের সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে। এখানে কোনো দেশ, জাতি কে ছোট করে দেখানোর কোনো উদ্দেশ্যই ছিল না।
তিনি আরও লেখেন, বাংলাদেশের মানুষদের আমি মন থেকে শ্রদ্ধা করি, তাঁদের ভালোবাসায় আমি আপ্লুত হয়েছি বহুবার। তাদের প্রতি এরকম কোনো বিরূপ মন্তব্য আমার করার কথা আমি ভাবতেও পারিনা। কিন্তু আজকে তাদের প্রতিক্রিয়ায় আমি অত্যন্ত দু:খিত এবং ব্যথিত। অজান্তে কোনো ভুল হয়ে থাকলে আমি তাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী।’
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৫/মাহবুব