এবার ক্যান্সার নিয়ে গান গাইলেন হুমায়ুনপত্নি শাওন। এই ক্যান্সারই কেড়ে নিয়েছিল কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে। বাংলা সাহিত্যের কিংবদন্তি এই লেখকের ক্যানসারের বিরুদ্ধে সংগ্রামের দুঃসহ সময়টাতে তাঁর পাশেই ছিলেন স্ত্রী মেহের আফরোজ শাওন। স্বামীর সেই দুর্বিসহ কষ্ট আজও কাঁদায় শাওনকে। তাই এবার তিনি যুদ্ধ ঘোষণা করেছেন ক্যান্সারের বিরুদ্ধে। সম্প্রতি তিনি সেই উপলব্ধিকে গানের ভাষায় তুলে এনেছেন।
'কিছু কিছু মানুষ আছে বীরের থেকেও বেশি, সংশপ্তকের মতো হাল ছাড়ে না, আমাদের প্রত্যয় আছে, আছে ভালোবাসা, ভয় নেই, সামনে চলো, অনাগত নতুন আশা'—এমন কথার গানটি লিখেছেন শাওন। কণ্ঠও দিয়েছেন। সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী শুভ্রদেব। তিনি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন।
বিডি-প্রতিদিন/১২ মার্চ ২০১৫/ এস আহমেদ