দেশ-বিদেশের অসংখ্য দর্শকের অনুরোধে নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলেছে। দীর্ঘদিন থেকেই 'ইত্যাদি'র দর্শক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ শুভাকাঙ্ক্ষী একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খোলার জন্য ফাগুন অডিও ভিশন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে আসছিলেন। তাদের অভিযোগ, এই পাইরেসির যুগে বিভিন্ন নামের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান 'ইত্যাদি'সহ বরেণ্য এই নির্মাতার বিভিন্ন অনুষ্ঠান বিনা অনুমতিতে আপলোড করে আসছিল। এসব অনুষ্ঠানের শব্দ ও ভিডিওর মান নিম্নমানসম্পন্ন। এসব কারণে দর্শকরাও 'ইত্যাদি' দেখার আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারছিলেন না। তাই দর্শকদের অনুরোধে গত ১১ মার্চ ফাগুন অডিও ভিশন একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলেছে। এখন থেকে এই চ্যানেলে 'ইত্যাদি'সহ গত ২৬ বছরে বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত নির্মিত বিভিন্ন অনুষ্ঠান, দর্শকপ্রিয় বিভিন্ন পর্ব, বিভিন্ন সময়ে করা নানান শিক্ষা, সংস্কৃতি, সচেতনতা, মানবিক ও হৃদয়ছোঁয়া প্রতিবেদন, সচেতনতামূলক নাট্যাংশ বার বার দেখতে পারবেন। এ ছাড়াও দর্শকদের অনুরোধের যে কোনো পর্বও এই চ্যানেলে আপলোড করা হবে। দর্শকরাও আর 'ইত্যাদি'র আসল মজা থেকে বঞ্চিত হবেন না।