সোহেল আরমান পরিচালিত 'এইতো প্রেম' ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন শীর্ষ নায়ক শাকিব খান ও ছোটপর্দার অভিনেত্রী বিন্দু। নির্মাণ শুরুর প্রায় ৮ বছর পর আগামীকাল মুক্তি পাচ্ছে ছবিটি। ২০০৭ সালে শুটিং শুরু হওয়া এই ছবির মুক্তি নিয়ে নানা কারণে ধোঁয়াশা তৈরি হয়। খুব বিলম্ব হওয়ায় এটি আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়ে দর্শকের মনে যথেষ্ট সন্দেহ দেখা দেয়। কিন্তু নির্মাতা আরমান হাল ছাড়তে নারাজ। কারণ এটি তার প্রথম নির্মাণ এবং প্রেম ও মুক্তিযুদ্ধের গল্প নিয়ে পরম যত্নে মনের মতো করে দাঁড় করিয়েছেন ছবিটি। তা ছাড়া নিজের লেখা কথায় এই ছবিতে হাবিবের গাওয়া 'আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই' গানটি আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়। অবশেষে সফল হলেন নির্মাতা। তার হাত ধরে বড়পর্দায় আসছে শাকিব-বিন্দু জুটি। নির্মাতা বলেন, প্রেমের গল্প বলতে বলতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ হচ্ছে এই ছবির মূল থিম। তবে এটি একটি নির্মল প্রেমের গল্পের ছবি।