সামনেই স্বাধীনতা দিবস। এ উপলক্ষে নির্মিত হচ্ছে নাটক। এবার স্বাধীনতার তিনটি নাটকে দেখা যাবে অভিনেত্রী রিচি সোলায়মানকে। নাটক তিনটি হচ্ছে আবুল হায়াতের 'স্বাধীনতার সূচনা', মাহমুদ দিদারের 'অবশিষ্ট বুলেট' এবং চয়নিকা চৌধুরীর 'আলো ছায়া'।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন জায়গায় এ নাটকগুলোর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এর মধ্যে 'স্বাধীনতার সূচনা' নাটকের রচনা করেছেন সাগর জাহান এবং আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ। অন্য নাটকগুলোর মধ্যে 'অবশিষ্ট বুলেট' নাটকে শাহাদত, মামুনুর রশীদ আর 'আলো ছায়া' নাটকে রিচির সহশিল্পী হিসেবে কাজ করেছেন অপূর্ব।
রিচি বলেন, 'মুক্তিযুদ্ধ কিংবা দেশপ্রেমের গল্পে অভিনয় করার স্বাদ অন্যরকম। মুগ্ধতা থাকে। এবারের নাটক তিনটির ধরন ও গল্প ভিন্ন ভিন্ন। দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।'
স্বাধীনতা দিবসে বিভিন্ন চ্যানেলে এ নাটকগুলো প্রচার হবে বলে জানা যায়।