বাউল সম্রাট শাহ আবদুল করিম বাংলাদেশের লোকসংগীতের অন্যতম শেকড়। তিনি সিলেট অঞ্চলে বসে বাংলা লোকগানকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বব্যাপী। সেই একই এলাকার সন্তান ইকবাল ফেরদৌস। তিনিও দেশের সংস্কৃতি হৃদয়ে ধারণ করেন। লন্ডনে বসে চর্চা করছেন নিজের সংস্কৃতি। তিনি নতুন একটি অনুষ্ঠান করছেন। নাম 'বসন্ত বাতাসে'। শাহ আবদুল করিমের 'বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে...' গান থেকেই নামটি নিয়েছেন লন্ডনের জনপ্রিয় টিভি ও রেডিও উপস্থাপক ইকবাল ফেরদৌস। এনটিভি ইউকের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান 'বসন্ত বাতাসে' ইংল্যান্ড ও ইউরোপের প্রবাসী বাঙালিদের মাঝে আবহমান বাংলার লোকগান এবং সংস্কৃতির খোলা জানালা হয়ে আছে। রবিন হায়দার খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনার পাশাপাশি গ্রন্থনাও করছেন ইকবাল ফেরদৌস। তিনি বলেন, 'বিদেশে বসে দেশের সংস্কৃতিচর্চা করছি। ভালোবাসা থেকেই এ দায়িত্ব পালন করে যাচ্ছি'।
ইকবাল ফেরদৌস এ অনুষ্ঠানটি ছাড়াও আরও বেশ কয়েকটি অনুষ্ঠান করছেন। পাশাপাশি তিনি নাটক লেখায়ও ব্যস্ত। সম্প্রতি তার লেখা নাটক 'সেদিন দুজনে' নির্মাণ করেছেন আফজাল হোসাইন মুন্না।