স্বপ্ন ছিল নার্স হয়ে অসুস্থ মানুষের সেবা করা। এজন্য ভর্তিও হয়েছিলেন এক ইনস্টিটিউটে। উঠেপড়ে লেগেছিলেন পড়াশোনায়। কিন্তু শেষ পর্যন্ত অন্য কিছুই বরাদ্দ ছিল সানি লিওনের জন্য। আর তাই রোগীর সেবক হতে চেয়ে পর্ণস্টার বনে গিয়েছিলেন সানি। সেখান থেকে বলিউডে ফিরেছেন বেশ কয়েক বছর হল। সম্প্রতি এক তথ্যচিত্রে নিজের জীবনের সব খুঁটিনাটি খুলে বলেছেন সানি লিওন।
বলিউড সূত্রের খবর, কানাডায় পর্নস্টার হিসাবে সানির উত্থান থেকে বলিউডে পা রাখা পর্যন্ত সানির জীবনের মোড় ঘুরানো সব অভিজ্ঞতা তথ্যচিত্রে তুলে রাখছেন এক পরিচালক। দিলীপ মেহতা নামে এই পরিচালক পেশায় ছিলেন চিত্র সাংবাদিক। এখন তিনি পরিচালনাও করেন। সানির জীবনের খুঁটিনাটি ক্যামেরাবন্দি করে রাখা তারই ভাবনাপ্রসূত।
নার্স হওয়ার যখন পড়াশোনা করছিলেন সানি, তখন এক ডান্সার বন্ধুর মারফত আলাপ হয় এক ম্যাগাজিনের ফটোগ্রাফারের সঙ্গে। সেখান থেকেই খোলে পর্ন ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন সানি। দেহের সুন্দর অবয়বের জন্য রাতারাতি পর্নস্টার তারকা বনে যান সানি। সেখান থেকে একটার পর একটা বলিউডি ছবিতে অভিনয় করে চলেছেন। সানি নিজেও জীবনের এই যাত্রাপথ তুলে রাখতে চান। কারণ বলিউডের একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও তার অতীত নিয়ে কৌতূহলের শেষ নেই। অনেকেই ভাবেন, তিনি বোধহয় পর্নস্টারই হতে চেয়েছিলেন। সেই ভুল ধারণা কাটাতেই এই তথ্যটিত্র সানির কাছে জরুরি মনে হয়েছে। পর্নস্টার হলেও তার জীবনেও যে ভাঙাগড়া আছে, সংগ্রাম আছে তাইই সকলকে এই তথ্যচিত্রের মাধ্যমে জানাতে চান সানি।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৫/মাহবুব