কারিনা কাপুর সাইফ আলি খানের স্ত্রী না হয়ে করণ জোহরের স্ত্রীও হতে পারতেন। অন্তত করণের স্ত্রী যিনি হতেন তিনি কারিনার মতোই হতেন! সম্প্রতি এমনই খোলামেলা স্বীকারোক্তি দিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক করণ জোহর। খবর ইন্ডিয়া টুডে'র
১৭ বছর বয়সে করিনাকে প্রথম দেখেই মুভিতে কাস্ট করেছিলেন করণ। এরপর থেকেই তারা দু'জন ভালো বন্ধু। কারিনা তার প্রত্যেক বিষয়ে করণের কাছে পরামর্শ নিতেন। তারা একে অপরের কাছে সব সময় তাদের খারাপ দিকগুলো তুলে ধরতেন। তাদেরকে বলিউডের সবচেয়ে স্পষ্টভাষী বন্ধু বলা যেতে পারে।
সম্প্রতি বলিউডের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব পরিচালক করণ জোহর এবং কারিনা কাপুর এক ম্যাগাজিনে প্রথমবারের মত একসঙ্গে প্রচ্ছদে শুট করেছেন। অনেক দিন পর সেসময় এই ২ বন্ধু একসঙ্গে সময় কাটিয়েছেন। অনেক মজাও করেছেন তারা। তাদের একসঙ্গে সময় কাটানো দেখলেই বোঝা যায় তারা একে অপরের প্রতি কতটা স্নেহশীল। আর এ ৎসবের মাঝেই করণ করে ফেলেন এই সরল স্বীকারোক্তি।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ ২০১৫/শরীফ