অর্জুন কাপুরের সঙ্গে ২০১৪ সালে শুরু হয় আলিয়ার প্রেম। একই বছর বরুণ ধাওয়ানের নামটাও তার প্রেমিকের তালিকায় উঠে আসে। সব শেষে হালের আরেক নায়ক সিদ্ধার্থ মালহোত্রাকে যেন স্বামী বলেই আখ্যা দিয়েছিলেন মহেশ ভাট কন্যা। এসব প্রেম বিয়ের সব গুজবকে ছাড়িয়ে এখন আলিয়া নাকি বলিউড তারকা শহিদ কাপুরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমন কিছুরই আভাস দিয়েছেন তিনি। কিছুদিন আগেই শহিদ কাপুরের সঙ্গে ‘শানদার’ ছবির শুটিং শেষ করেছেন আলিয়া। সে ছবির অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সাক্ষাৎকারে শহিদের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
আলিয়া জানান, শহিদ অনেক রোমান্টিক, তার মতো সুদর্শন পুরুষ কাছে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৫/ এস আহমেদ