গেল বছর মালদ্বীপে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার তার পথ ধরে মালদ্বীপে পাড়ি জমালেন হালের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা। বর্তমানে সোনাক্ষির সকল ব্যস্ততা তাই মালদ্বীপে ঘুরে বেড়ানোকে কেন্দ্র করেই।
কখনও সৈকতে ঘুরে বেড়াচ্ছেন, কখনও সাইকেলে চেপে চলে যাচ্ছেন দূরে।
এ প্রসঙ্গে সোনাক্ষি বলেন, ‘জীবনটা অনেক সুন্দর আর অনেক ছোট! আর ছোট্ট এই জীবনে পাগলামি না থাকলে জীবনটা বড্ড একঘেঁয়ে হয়ে ওঠে। কাজের ব্যস্ততার ফাঁকে তাই এই একঘেঁয়েমি দূর করতে চলে এলাম মালদ্বীপ। সত্যিই দারুণ উপভোগ করছি এই দ্বীপ দেশটি।’
সোনাক্ষি আরও বলেন, ‘এই কয়টা দিন আমি কোনো চাপ নিতে চাই না। যখন যা করতে ইচ্ছে করছে আমি করছি। ইচ্ছে মতো পাগলামি করছি! আর যখন পাগলামি করতে করতে হাঁপিয়ে যাচ্ছি তখন সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠছি।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৫/ এস আহমেদ