জাজ মাল্টিমিডিয়ার দুই ছবি থেকে বাদ পড়লেন মাহিয়া মাহি। এতে বিস্মিত হয়েছেন মাহি ভক্তরা। তাদের কথায় বড় পর্দায় মাহির অভিষেক জাজ এর মাধ্যমে। এ পর্যন্ত এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রায় সব ছবির নায়িকা তিনি। অথচ কি এমন ঘটনা ঘটল যে, প্রায় চূড়ান্ত হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মাহিকে দুই ছবি থেকেই বাদ দিল প্রতিষ্ঠানটি।
কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবি 'প্রেমী ও প্রেমী'তে অংকুশের বিপরীতে কাজ করার কথা ছিল মাহির। সেভাবে তার প্রস্তুতিও চলছিল। কিন্তু হুট করে জাজ ঘোষণা দিল এতে নতুন একজন নায়িকা থাকছে। তাকে চূড়ান্তও করা হয়েছে। এর আগে কলকাতার এস কে মুভিজের সঙ্গে জাজের যৌথ ছবি 'রোমিও বনাম জুলিয়েট'-এ কাজ করেন মাহি।
জাজের 'পিকনিক' ছবিতেও কাজ করার কথা ছিল মাহির। কিন্তু এই ছবি থেকেও হঠাৎ করে বাদ দেওয়া হয় মাহিকে। তার পরিবর্তে নেওয়া হলো ববিকে। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।