খুব যত্নে স্বপ্ন বুনেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। কিন্তু ১০ এপ্রিল যত এগিয়ে আসছে, তার অপেক্ষার প্রহর তত কমে আসছে। এ দিনকে ঘিরেই সব স্বপ্ন আবর্তিত হচ্ছে মমর। কারণ ওই দিনে মুক্তি পাবে মমর নতুন ছবি 'ছুঁয়ে দিলে মন'। পহেলা বৈশাখ উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়া হবে। আর মম অপেক্ষায় আছেন, ছবিটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া দেখার। তার বিশ্বাস, 'ছুঁয়ে দিলে মন' বাজিমাত করবে। মম ছবিটিতে অভিনয় করেছেন বলে এমনটা আশা করতেই পারেন। কিন্তু মজার বিষয়, ছুঁয়ে দিলে মন নিয়ে শুধু মম একাই আশাবাদী নন, মিডিয়ার বেশির ভাগ মানুষই আশা করছেন ছবিটি তুমুল হিট করবে। কারণ একটাই- শিহাব শাহীন। ছোটপর্দার জনপ্রিয় এই নির্মাতার প্রথম ছবি ছুঁয়ে দিলে মন। দর্শকের সঙ্গে শিহাব শাহীনের গল্প লেনদেনের সম্পর্ক খুব নিবিড়। তিনি জানেন, কীভাবে দর্শকের মনে জায়গা করে নিতে হবে। তার এই বিশেষ প্রতিভার কারণেই মিডিয়ার বেশির ভাগ মানুষ আশাবাদী। তাই ছবির সম্পাদনার টেবিলে গিয়েও অনেকে হানা দিয়েছে ছবিটি কেমন হচ্ছে দেখার জন্য। এভাবে অনেকেই ছবিটির বেশ কিছু অংশ দেখেছেন। আর দেখার পর সবাই ব্যাপক প্রশংসা করেছেন। এভাবেই মিডিয়াজুড়ে রটে গেছে, 'ছবির মতো ছবি নিয়ে আসছেন শিহাব শাহীন'। তারা শুধু রটনাতেই থেমে নেই, ফোন করে ছবির অভিনয় শিল্পীদেরও প্রশংসা করছেন। এতে শিল্পীদের স্বপ্নও লম্বা হচ্ছে। বিশেষ করে মম আঙ্গুলের কড়া-গুনে অপেক্ষা করছেন ১০ এপ্রিলের জন্য। কারণ তিনি প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছেন ছুঁয়ে দিলে মন নিয়ে। কিছুদিনের মধ্যেই ঘুম, নাওয়া-খাওয়া ভুলে তিনি নেমে পড়বেন প্রচারণায়। মম বলেন, 'কবে আসবে ১০ এপ্রিল। সূর্য কেন জোরে ঘুরে না! আমি যে কতটা আগ্রহ নিয়ে দিনটির জন্য অপেক্ষা করছি, বলে বোঝাতে পারব না। আমার দৃঢ় বিশ্বাস, ছবিটি দর্শক লুফে নেবে। সেই সঙ্গে আমাকেও।'
'ছুঁয়ে দিলে মন' ছবিতে মমর বিপরীতে আছেন আরেফিন শুভ। আর খল চরিত্রে ইরেশ যাকের।