উমা থারম্যানের ঘরে গেলে আর কিছু না হোক লিপস্টিক চোখে পড়বেই। একশ'-দুইশ' নয়, আট হাজার লিপস্টিক আছে তার সংগ্রহে। লিপস্টিকের ব্যাপারে কখনো অরুচি হয় না তার। পছন্দ হলেই কিনে বাসায় নিয়ে আসেন তিনি।
সমপ্রতি 'কিল বিল' তারকা উমা বলেছেন, 'নানা জায়গায় হাতড়ালে দেখা যাবে আমার আট হাজার লিপস্টিকের টিউব রয়েছে। এটা চাবি ব্যবহার না করার খেসারত। তবে রসবোধ কিন্তু কখনো হারায় না!'