আমির খান মানেই নতুন নতুন চরিত্র। ভিন্ন কিছু নিয়েই সব সময় তিনি হাজির হয়ে থাকেন। নতুন ছবিতেও তাই। আমির এবার আসছেন পালোয়ানের ভূমিকায়। আর এ জন্য তিনি ২২ কেজি ওজনও বাড়াচ্ছেন। আগামী ছবি 'দঙ্গল'-এ তাকে এভাবে দেখা যাবে। নারী পালোয়ান গীতা ও ববিতার বাবা পালোয়ান মহাবীর ফোগাতের ছায়া থাকছে তার চরিত্রে। মুম্বাইয়ে গত ১১ মার্চ নিজের অভিনীত 'পিকে' ছবির ডিভিডি প্রকাশনা উৎসবে আমির বলেন, 'পিকের কাজ করার সময় আমার ওজন ছিল ৬৮ কেজি। এর মধ্যে ৯ শতাংশ মোটা লেগেছে আমাকে। এখন আমার ওজন দাঁড়িয়েছে ৯০ কেজিতে!'
'দঙ্গল' ছবির জন্য তাই পুরোপুরি নিরামিষভোজী হয়ে গেছেন আমির। এমনকি ডিমও খাচ্ছেন না তিনি।