অনিমেষ আইচ পরিচালিত 'না-মানুষ' ছবির একটি আইটেম গানে নেচেছিলেন সিমলা। আবার আইটেম গানে নাচলেন এই অভিনেত্রী। ছবির শিরোনাম 'নাইওর'।
১২ মার্চ রাজধানীর রমনা পার্কে মঞ্চ সাজিয়ে গানটির চিত্রায়ণ করা হয়। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন এফ এ সুমন।
রাশিদ পলাশের পরিচালনায় ছবিতে সিমলার সহশিল্পী আনিসুর রহমান মিলন। এবারই প্রথম তারা জুটি বাঁধলেন। সিমলা বলেন, এতে শুধু আইটেম গান নয়, প্রধান চরিত্রেও অভিনয় করছি। চমৎকার গল্প ও চরিত্র। সবার ভালো লাগবে।