প্রবীণ অভিনেত্রী ফেরদৌসী মজুমদার অভিনয় করেন না বলেই চলে। অভিনয়ের জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয়, এ বয়সে এসে তাল মেলাতে পারেন না। কিন্তু অভিনয়ের প্রতি তীব্র আগ্রহ রয়েছে তার। তাই ভালো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে এখনো রাজি হয়ে যান। পরিশ্রম করে তখন অভিনয় করার চেষ্টা করেন। সম্প্রতি তিনি আবার অভিনয়ে এসেছেন। অভিনেত্রী রিচি সোলায়মানের প্রযোজনায় নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন তিনি। রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় ধারাবাহিকটির শিরোনাম 'যখন কখনো'। এটি লিখেছেন অভিনেতা সোহান খান। একটি পারিবারিক গল্পের ওপর আবর্তিত হলেও ফ্যান্টাসি-থ্রিলারধর্মী নাটক এটি।
ফেরদৌসী মজুমদার বলেন, 'তুহিনের নির্দেশনায় এর আগে ক্ষণিকালয় ধারাবাহিকে অভিনয় করেছিলাম। ও অনেক গুছিয়ে কাজ করে। ওর এ দিকটি আমার খুব পছন্দ। তাই কষ্ট হলেও আবারও তার নির্দেশনায় কাজ করছি।'
পরিচালক রহমতুল্লাহ তুহিন বলেন, 'রিচি আপা যে বিশ্বাস নিয়ে আমাকে দিয়ে ধারাবাহিক নির্মাণ করছেন আমি যেন সেই বিশ্বাস রাখতে পারি এবং ধারাবাহিকটিকে একটি লাভজনক অবস্থায় নিয়ে যেতে পারি, সে দোয়াই চাইব।'
'যখন কখনো' ধারাবাহিকে আরও অভিনয় করছেন দিলারা জামান, আবুল হায়াত, আফরোজা বানু, ইন্তেখাব দিনার, মারজুক রাসেল, রওনক হাসান, জাকিয়া বারী মম, সাদিয়া জাহান প্রভা, মনোজ, প্রসূণ আজাদ এবং রিচি সোলায়মান নিজে। রিচি বলেন, 'খুব ভালো গল্প নিয়ে ধারাবাহিকটি নির্মাণ করছি। এখানে নামকরা সব অভিনয় শিল্পী অভিনয় করছেন। আমি আশাবাদী ধারাবাহিকটি নিয়ে।'