মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর কাহিনি নিয়ে ছবি তৈরি হচ্ছে বলিউডে। আর বেনজীর চরিত্রে অভিনয়ের করতে চলেছেন রবীনা ট্যান্ডান।
অবশ্য প্রথমে শোনা গিয়েছিল, বেনজীর বায়োপিকে অভিনয় করবেন বিদ্যা বালান। কিন্তু এখন জানা গিয়েছে বিদ্যা নয় এই চরিত্রের জন্য পরিচালকের পছন্দ রবীনা।
জানা গেছে, ইতিমধ্যে ছবির কাহিনি শুনে ফেলেছেন রবীনা। আর খুব পছন্দও হয়েছে তার। তবে শুধু অভিনয় নয়। ছবিটি প্রযোজনা ও করতে চান রবীনা।