তিরস্কারের পুরস্কার 'গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডস' জিতলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এই নিয়ে পরপর তিনবার 'সবচেয়ে খারাপ অভিনেত্রীর' পুরস্কার জিতলেন তিনি। চলতি বছর 'অ্যাকশন জ্যাকসন', 'লিঙ্গা' ও 'হলিডে' এই তিনটি মুভিতে খারাপ অভিনয়ের জন্য গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে সবচেয়ে জঘন্য অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন সোনাক্ষী। খবর ইন্ডিয়া টুডে'র
গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডেসের এটি হচ্ছে সপ্তম বছর। এর আগে গত বছর 'আর রাজকুমার' মুভিতে অভিনয়ের জন্য 'গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডস' জিতেছিলেন সোনাক্ষী। আর ২০১৩ সালে সারা বছর ধরে যা কাজ করেছিলেন তার জন্য কেলায় সেরা হয়েছিলেন শত্রুঘ্ন কন্যা।
এ বছর গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে বছরের সবচেয়ে খারাপ অভিনেতার পুরস্কার জিতলেন 'গুন্ডে' মুভিতে অভিনয়ের জন্য অর্জুন কাপুর। প্রত্যাশা মতোই বছরের সবচেয়ে খারাপ মুভির পুরস্কার পেল সাজিদ খানের 'হামসাকলস'।
এছাড়া বছরের সবচেয়ে বিরক্তিকর গানের জন্য 'বস বোহত হো গেয়া অ্যাওয়ার্ড' জিতলেন হানি সিং (ইয়ারিয়াঁ ছবিতে ব্লু হ্যায় পানি পানি গানের জন্য)। বছরের সবচেয়ে খারাপ পরিচালক নির্বাচিত হয়েছেন প্রভু দেবা (অ্যাকশন জ্যাকসন মুভির জন্য)।
বলিউডে সবচেয়ে খারাপ অভিষেকের জন্য পুরস্কার জিতলেন টাইগার শ্রুফ (হিরোপান্তি মুভির জন্য)। এখনো কেন চেষ্টা করছেন বিভাগে পুরস্কার জিতলেন সোনম কাপুর। কেলায় পুরস্কার জিতল বছরের সবচেয়ে বড় হিট 'পিকে'ও। পিকে পেয়েছে ফনা অ্যাওয়ার্ড।
এদিকে ‘মেরি কম’ মুভিতে খারাপ উচ্চারণের জন্য তিরস্কারের পুরস্কার জিতলেন প্রিয়াঙ্কা চোপড়া। খারাপ লুকের জন্য পুরস্কার পেলেন শাহরুখ খান (হ্যাপি নিউ ইয়ার'র জন্য)। আর হৃতিক রোশনের 'ব্যাং ব্যাং' মুভিও কেলা জিতেছে।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ২০১৫/শরীফ