বলিউডের নবাগত সেনসেশন আলিয়া ভাটের জন্মদিন আজ। ১৯৯৩ সালের ১৫ মার্চ চিত্রনির্মাতা মহেশ ভাট এবং নায়িকা সনি রাজদানের ঘরে জন্ম নেন হালের আলোচিত এ নায়িকা।
করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে আলিয়া বলিউডের রঙ্গিন জগতে প্রবেশ করেন। এ ছবির ব্যাপক সাফল্য আলিয়ার সামনে খুলে দেয় উপরে যাওয়ার সিড়িঘরের দরজা। বলিউডে টিকে থাকার ব্যাপারে প্রথমে সবাই একটু সন্দিহান হলেও আলিয়াকে মোটেই বেগ পেতে হয়নি। পারিবারিক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি অভিনয়ে কিস্তিমাত করে সবার মন কেড়ে নেন হালের এ নায়িকা। ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ ছবিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।
এরপর টু-স্টেটস ছবিটিও বাজারে ভাল সাড়া ফেলে। অল্পদিনেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন আলিয়া। বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্যামেরার লেন্স ঘুরতে থাকে আলিয়াকে কেন্দ্র করে। আর করণ জোহরের সব মাতামাতিও যেন এ মহেশকন্যাকে কেন্দ্র করেই।
এদিকে শুরু থেকেই আলিয়া অভিনয়ে সাহসি ভূমিকা রাখতে শুরু করেন। প্রতিটি ছবিতেই চুম্বনের দৃশ্যে সাবলীল অভিনয় করেন। এ কারণে অল্পদিনেই এমরান হাশমির পাশে তার নামটিও যোগ হয় 'কিসার গার্ল' হিসেবে।
আজ এ তারকার ২২তম জন্মদিন। টুইটারে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বিভিন্ন তারকা। জবাবে রবিবার দুপুরে এক পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলিয়া টুইটারে লেখেন, 'Thank you alll for soooooooooo much love !!!!! Feel so blessed and grateful for ur love !!!! I love you guys to the stars and back ;) Muah''
বিডি-প্রতিদিন/১৫ মার্চ ২০১৫/ এস আহমেদ