যৌনমিলনকে এক ধরণের উন্নত ব্যায়াম মনে করেন হলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। আর এর মাধ্যমেই তিনি তার যৌবন ধরে রেখতে পেরেছেন বলে মনে করেন এ অভিনেত্রী।
বয়সকে হার মানানো ৪২ বছর বয়সী ক্যামেরন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সুস্থ থাকার জন্য প্রত্যেকেরই প্রয়োজন যোগব্যায়ামের। যাঁরা শরীরের দোহাই দিয়ে নিয়মিত যোগব্যায়াম করেন না, তাঁদের কাছে শরীরটা প্রতিবন্ধকতাই মনে হবে, কিন্তু আসল প্রতিবন্ধক হল তাঁদের মন। আর মনের সাথে যোগাযোগের সবচেয়ে ভালো গোপন উপায় হলো যৌন মিলন। এটা এক ধরণের উন্নত ব্যায়াম।
তিনি নিয়মিত এই ব্যায়ামের সাথে নিজেকে যুক্ত রাখেন বলেই এখনও যৌবন ধরে রাখতে সক্ষম হয়েছেন বলে তার দাবি। তার মতে প্রত্যেকেরই সুস্থ জীবন যাপনের জন্য শারীরিক সম্পর্কের প্রয়োজন রয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ ২০১৫/ এস আহমেদ