সম্মাননা পাচ্ছেন আসাদুজ্জামান নূর
পদাতিক নাট্য সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতিনাট্য উৎসবের সমাপনী সন্ধ্যায় আজ সৈয়দ বদরুদ্দীন হোসাইন সম্মাননায় ভূষিত হচ্ছেন সংস্কৃতিমন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর। এছাড়া নাট্যকার ও নাট্যব্যক্তিত্ব মমতাজ উদ্দীন আহমদকেও প্রদান করা হবে এই সম্মাননা।
গত ৭ এপ্রিল শিল্পকলা একাডেমিতে শুরু হয় পাঁচ দিনব্যাপী এই নাট্য উৎসব।
শেষ হচ্ছে মহিউদ্দিন আহমেদ মহিমের একক চিত্রপ্রদর্শনী
ধানমন্ডির অলিয়স ফ্রঁসেজে আগামীকাল শেষ হচ্ছে শিল্পী মহিউদ্দিন আহমেদ মহিমের 'পরিপার্শ্বের প্রভাব-৪' শীর্ষক ৯ দিনব্যাপী একক চিত্রপ্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ এপ্রিল এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক সৈয়দ জাহাঙ্গীর। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক ও জনতা ব্যাংকের পরিচালক সংগীতা আহমেদ।
'বাংলা নববর্ষ ১৪২২' উদযাপন উপলক্ষে কর্মসূচি
আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। 'বাংলা নববর্ষ ১৪২২' জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কমসূচি গ্রহণ করেছে সরকার। বিভাগীয় শহর, জেলা শহর ও সব উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ আলোচনা সভা ও গ্রামীণ মেলার আয়োজন করবে স্থানীয় প্রশাসন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করবে। বাংলাদেশ শিশু একাডেমি, বাংলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদফতর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটসমূহ, বিসিক ও ছায়ানট নানা অনুষ্ঠানমালার আয়োজন করবে। এ উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজন করবে।
এছাড়াও নানা আয়োজন রয়েছে।
ছায়ানটের বর্ষবরণ প্রস্তুতি
প্রতিবারের মতো এবারও রমনার বটমূলে বাংলা নববর্ষ উদযাপন করবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। সকাল ৬টায় শুরু হবে এ আয়োজন। এতে বৈশাখের গানের পাশাপাশি সম্মিলক গান, একক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন ছায়ানটের শিল্পীরা। এরই মাঝে ব্যাপক প্রস্তুতি চলছে বর্ষবরণের জন্য। মহড়াও চলছে নিয়মিত। আগের থেকেও জাঁকজমক অনুষ্ঠান হবে এবার।
পার্বত্য চট্টগ্রামের বৈসাবি র্যালি
পার্বত্য চট্টগ্রামের সামাজিক অনুষ্ঠান বৈশু, সাংগ্রাই ও বিজু উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে বৈসাবি র্যালি। মানিক মিয়া এভিনিউর উত্তর পাশে শেরে বাংলানগরে অনুষ্ঠিত হবে এই বৈসাবি র্যালি। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরবেন ক্ষুুদ্র নৃগোষ্ঠী শিল্পীরা।
বেঙ্গলে শুরু হচ্ছে কারুমেলা
কারুশিল্পে জাতীয় ঐতিহ্য সংরক্ষণ ও উজ্জীবন এবং শিল্পীদের সৃজনশীলতায় নবীন মাত্রা সঞ্চারের লক্ষ্যে জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আজ বেঙ্গল শিল্পালয়ে শুরু হচ্ছে কারুমেলা। এবারের মেলা উৎসর্গ করা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে। আজ বিকালে বেঙ্গল শিল্পালয় পাঁচ দিনব্যাপী এই কারুমেলার উদ্বোধন করবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন ও কথাশিল্পী সেলিনা হোসেন।
পদাতিক নাট্য সংসদের 'ম্যাকবেথ'
পাঁচ দিনব্যাপী সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্য উৎসবের চতুর্থ সন্ধ্যায় আজ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে আয়োজক নাট্যদলের 'ম্যাকবেথ'। উইলিয়াম শেক্সপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত এ নাটকটির নির্দেশনায় রয়েছেন সুদীপ চক্রবর্তী।
অভিনয় শিল্পীরা হলেন- হামিদুর রহমান পাপ্পু, ইকরাম সরকার, সালমান শুভ চৌধুরী, জনি খাদেম, সুলতান মাহমুদ প্রমুখ।