ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই) বলেছেন, দেশে চাঁদাবাজি চলছে, কেস (মামলা) বাণিজ্য চলছে। আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলছি, এগুলো নিয়ন্ত্রণ করুন। যদি না পারেন, তাহলে আমরা এর বিরুদ্ধে কথা বলতে বাধ্য হব। প্রয়োজনে রাজপথে নামব এবং রাজপথে থাকব। গতকাল সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, দাবি থাকবেই। সরকার এগুলো বাস্তবায়ন করবে। এই সুযোগে যেন ফ্যাসিস্ট রাস্তায় না আসতে পারে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে পীর চরমোনাই বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নিন। উপদেষ্টা মাহফুজের ওপর হামলা অনৈতিক।’ এটা মেনে নেওয়া যায় না বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ শেখের সভাপতিত্বে এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলাম খান, সেক্রেটারি কারি মোহাম্মদ আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরীসহ সংগঠনটির বিভিন্নস্তরের নেতা-কর্মীরা বক্তব্য দেন।