বিয়ের পর পরপর তিন তিনটা সিনেমা ফ্লপ। প্রশংসা, পুরস্কার কিংবা ভালো কোনো কাজও নেই দীর্ঘদিন। তবে কি সত্যিই বিয়ের পরে ভাটা পড়ে নায়িকার ক্যারিয়ার? এমন ভাবনার দোলাচলে ভুগছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী বিদ্যা বালান। বিয়ের পরই হয় নায়িকাদের ক্যারিয়ারের যবনিকা, এমন ধারণা বেশ প্রচলিত। ফ্লপের ধাক্কায় সেই ধারণার ফাঁদেই পা দিয়েছিলেন বিদ্যা। ২০১২ সালে ইউটিভি মোশন পিকচারের কর্ণধার সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন তিনি। আর তারপর থেকেই হিটলিস্টে নেই তার নাম।
কিন্তু এ ধারণা থেকে বেরিয়ে এসেছেন ৩৭ বছর বয়সী বলিউড সুন্দরী। জনিয়েছেন, ছবির সাফল্য অনেক কিছুর ওপর নির্ভর করে। এরকম কোনো বাঁধাধরা নিয়ম নেই যে, নায়িকাদের বিয়ে হলেই ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আগামী ছবি 'হামারি অধুরি কাহানি' নিয়ে বিদ্যা তাই আশাবাদী। 'পরিণীতা' ছবির পর এই প্রথম আবার পুরোপুরি রোমান্টিক ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিতে তার বিপরীতে আছেন ইমরান হাশমি। ছবির ট্রেলারে বিপুলসংখ্যক হিট দেখে ধারণা করা হচ্ছে, সাফল্যের সিঁড়ি ভাঙবে 'হামারি অধুরি কাহানি'।
বিয়ের পরও নায়িকারা যে সফল হতে পারে, তা প্রমাণ করে দিতে চান বিদ্যা। আর এর জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।