অভিনেত্রী রুনা খান ও অভিনেতা কল্যাণ নেপালে গিয়েছিলেন তিনটি নাটক-টেলিফিল্মের শুটিংয়ে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত একটি টেলিফিল্মের শুটিং শেষ করার পরই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। যার ফলে আর কোনো নাটকের শুটিং করতে পারেননি তারা। আর শেষ হওয়া সেই 'হলি ডে' টেলিফিল্মটি প্রচার হবে আজ দুপুর আড়াইটায় চ্যানেল আইতে। শাহরিয়ার নাজিম জয়ের রচনা-পরিচালনায় 'হলি ডে' নির্মিত হয়েছে। রুনা খান বলেন, 'নেপালে ভূমিকম্প হওয়ার আগে শুটিং করি আমরা। এর পরদিনই ভয়ঙ্কর ভূমিকম্প হয়। জয় ভাইয়ের নির্দেশনায় প্রথম কাজ করেছি। তাকে বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাকে চমৎকার একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমার খুব ভালো লেগেছে।'