বছরখানেক আগে বলিউড অভিনেত্রী সানি লিওনের নামে মেয়েদের ‘ড্রেস’'র ব্যাপক প্রচলন ছিল। সানি নামের ড্রেস কিনতে শপিংমলগুলোতে হুমড়ি খেয়ে পড়েছিল নারী ক্রেতারা। আর এবার সানির নামে তৈরি হচ্ছে বিশেষ পারফিউম! তা নারী-পুরুষ উভয়কেই লক্ষ্য করে তৈরি করা হবে।
বলিউডে অভিনয় করে ইতোমধ্যে ভারতবাসীর মনে জায়গা করে নিয়েছেন সানি লিওন। তাই এবার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজের নামে পারফিউমের দোকান খুলছেন তিনি। আর তার পারফিউম চলতি বছরেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
সানির নামের পারফিউম তৈরি হবে ফ্রান্স আর সুইডেনে। ইতিমধ্যেই সানির মুম্বাইয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ঘ্রাণযুক্ত পারফিউমের স্যাম্পল। এর মধ্য থেকে সানিকে পছন্দ করতে হবে তার প্রিয় ঘ্রাণটি।
সানি নিজে এই খবর এক টুইট বার্তায় জানিয়েছেন। সেইসঙ্গে বেশ কিছু ছবিও আপলোড করলেন। ছবিতেগুলোতে দেখা যাচ্ছে তিনি বিভিন্ন পারফিউম নিয়ে বসে আছেন। নতুন এই অ্যাডভেঞ্চার নিয়ে খুব এক্সাইটেড বলে জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৩ মে ২০১৫/শরীফ