২০০২ সালের হিট অ্যান্ড রান মামলায় পাঁচ বছরের সাজা ও পরবর্তীতে বোম্বে হাইকোর্ট সাজা স্থগিত করে জামিন দেওয়ার প্রেক্ষিতে ফের অভিনয়ে ব্যস্ত হয়ে পড়লেন বলিউড অভিনেতা সালমান খান। 'বাজরঙ্গী ভাইজান' মুভির শ্যুটিংয়ে অংশ নিতে কাশ্মীরে পৌঁছেছেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মুভিটির শ্যুটিংয়ের কাজে কাশ্মীর পাড়ি দিয়েছেন সালমান। সেখানে পাঁচদিন অবস্থান করবেন তিনি।
গত বছরের ৩ নভেম্বর মুভিটির শ্যুটিং শুরু হয়। আগামী ঈদে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মুভিটির পরিচালক কবির খান এক টুইট বার্তায় জানান, একটি গানের শ্যুটিং হবে কাশ্মীরে। রোমান্টিক কমেডির এই মুভিতে সালমানের বিপরীতে আছেন করিশ্মা। 'বডিগার্ড', 'কিউ কি' এবং 'ম্যায় অউর মিসেস খান্না' মুভিতেও তারা এক সঙ্গে অভিনয় করেছেন।
'বাজরঙ্গী ভাইজান' ছাড়াও সালমানের হাতে 'প্রেম রতন ধন পায়ো' নামে আরেকটি মুভি রয়েছে। এর শুটিংও শুরু হয়ে গেছে। কাশ্মীর থেকে তিনি 'প্রেম রতন ধন পায়ো'র শুটিংয়ে অংশ নিবেন বলে আশা করা হচ্ছে। মুভিটিতে সালমানের বিপরীতে আছেন সোনম কাপুর।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ২০১৫/শরীফ