বিশ্বের নামীদামী চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসরের পর্দা উঠেছে। ফরাসি সামাজিক মুভি 'স্ট্যান্ডিং টল'র প্রদর্শনের মধ্য দিয়ে আজ থেকে ফ্রান্সের কান নগরীতে শুরু হলো আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসব। খবর দ্য হিন্দুর
'স্ট্যান্ডিং টল' মুভিটি নির্মাণ করেছেন ফরাসি অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা এমানুয়েল বেখকো। এটি হচ্ছে নারী পরিচালিত দ্বিতীয় কোনো মুভিটি হচ্ছে যা দিয়ে এ উৎসবের পর্দা উঠলো।
উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ২০১৫/শরীফ