বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘন ও অর্থ পাচারের অভিযোগে বলিউড কিং শাহরুখ খানকে জেরা করার জন্য সমন পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷
বুধবার কলকাতা নাইট রাইডার্সের শেয়ারমূল্য কমিয়ে দেখানোর অভিযোগে চলতি মাসেই তাকে জেরা করতে এ সমন পাঠানো হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই প্রায় পাকাপাকিভাবে প্লে-অফে চলে যাবে নাইট রাইডার্স। তবে তার আগেই বিতর্কে কলকাতা নাইট রাইডার্সের মালিক৷ সূত্রের খবর, শোকজও করা হতে পারে বলিউডের বাদশাকে৷
উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার ইডির মুখোমুখি হতে পারেন শাহরুখ। এর আগে ২০১১-তে প্রথমবার ইডির জেরার সম্মুখীন হন কেকেআর-এর মালিক।
বিডি-প্রতিদিন/১৩ মে, ২০১৫/মাহবুব