প্রকাশিত হল বহুল আলোচিত হলিউড ফিকশন ড্রামা ‘নেটফ্লিক্স সিরিজ’-এর ‘সেন্স এইট′-এর ট্রেলর। এই ছবিতে বলিউড তারকা অনুপম খের, পূরব কোহলি ও টিনা দেশাই অভিনয় করায় এই ড্রামা নিয়ে উপমহাদেশের দর্শকদের আগ্রহ খানিকটা বেশিই।
যদিও প্রযোজনা প্রতিষ্ঠানেরও ধারণা ছিলো নতুন এই সিরিজটি ভালোই জনপ্রিয়তা পাবে। কিন্তু সব ধারণাকে উড়িয়ে দিয়ে ট্রেলারেই বাজিমাত করে দিল সেন্স এইটা।
গত বৃহস্পতিবার প্রকাশ হয়েছে ‘সেন্স এইট’ এর আকর্ষণীয় ট্রেলার। আর সপ্তাহ ঘুরে আরেক বৃহস্পতিবার আসার আগেই এটি প্রায় ৩৯ লাখ দর্শক দেখে ফেলেছেন।
https://www.youtube.com/watch?v=iKpKAlbJ7BQ
বিডি-প্রতিদিন/১৩ মে, ২০১৫/মাহবুব