ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত হয়ে উঠেছেন অভিনেত্রী তিশা। বিভিন্ন ধরনের চরিত্রে তাকে দেখা যাচ্ছে নাটকে। ওয়াহিদ আনামের 'ছিন্ন' কিংবা সুমন আনোয়ারের 'রাতারগুল' দেখলে বোঝা যায় তিশা কতটা মনোযোগী ভিন্নধর্মী চরিত্রের প্রতি। আর তাই নির্মাতাদের আস্থাও রয়েছে তার ওপর। তিশা বলেন, 'গল্প এবং চরিত্র পছন্দ হলে হাজার কষ্ট হলেও আমি রাজি।' তিনি আরও বলেন, 'একজন সত্যিকারের অভিনয়শিল্পী তো বিভিন্ন রূপেই নিজেকে উপস্থাপিত করবেন। তাই ভিন্নধর্মী চরিত্র এবং গল্প পেলে অবশ্যই কাজ করি। আসছে ঈদেও এ ধরনের বেশ কিছু নাটকে অভিনয় করছি।'
তিশা বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদের নাটকে অভিনয় নিয়ে। পাশাপাশি তার অভিনীত 'মেন্টাল' ছবির জন্যও সময় দিতে হচ্ছে। ডাবিং চলছে। এরপর গানের শুটিং করতে যাবেন থাইল্যান্ডে। শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করতে দেখা যাবে তিশাকে। তাই বলা যায়, নাটকের পাশাপাশি চলচ্চিত্রের দিকেও মনোযোগ রয়েছে তার। অনেক ছবির প্রস্তাবও পাচ্ছেন। কিন্তু ব্যাটে-বলে মিলছে না। কারণ ওই একটাই- নিজের পছন্দ হচ্ছে না। তিশা বলেন, 'চলচ্চিত্রে অভিনয় বড় বিষয়। তাই ভুল সিদ্ধান্ত নিতে চাই না। প্রয়োজনে অপেক্ষা করব, কিন্তু ভালো ছবিতেই অভিনয় করব।'