রোগা হওয়ার গেরোয় পড়েছেন কারিনা কাপুর। নাহ, কোনো অসুখে পড়েননি, তবে এক ওষুধ কোম্পানি দাবি করেছে, তাদের ওষুধ খেয়েই নাকি ওজন কমিয়েছিলেন বেগম। নিজেদের বিজ্ঞাপনে তাই কারিনার ছবিও ব্যবহার করেছেন তারা। আর তাতেই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে কারিনাকে। সম্প্রতি কারিনার নজরে আসে যে, এক ওষুধ কোম্পানির বিজ্ঞাপনে তার ছবি ব্যবহার করা হচ্ছে। যদিও তিনি সে প্রোডাক্ট এনডোর্স করেন না। খোঁজ নিয়ে জানতে পারেন ওষুধ কোম্পানির দাবি, তিনি নাকি তাদের ওষুধ খেয়েই ওজন কমিয়েছিলেন। ১৩ কেজি ওজন কমানোর সে খবর প্রকাশিত হয়েছিল এক ওয়েবসাইটে। যদিও সে খবরের কোনো সত্যতা নেই বলে দাবি বেবোর। তাই বাধ্য হয়েই ওষুধ কোম্পানির বিরুদ্ধে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি নিজে এক সময় ফিগার জিরো হলেও, এ ধরনের কোনো ওষুধ কখনো প্রমোট করেননি। কারিনার তরফ থেকে তাই প্রায় ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার আইনি পরামর্শদাতা। কারিনা জানান, তিনি ব্যায়াম আর খাওয়া-দাওয়া কন্ট্রোলে রেখেই শরীরচর্চা করেন। ওষুধ খেয়ে ফিগার ঠিক রাখার বিষয়টি একেবারেই গুজব।