মাদকাসক্তি, রাতভর পার্টিতে মেতে থাকা, গয়না চুরি, বেপরোয়া গাড়ি চালানোসহ অসংযত জীবনযাপনের জন্য কম ভোগান্তি পোহাতে হয়নি 'মিন গার্লস' তারকা লিন্ডসে লোহানকে। ক্যারিয়ারে ধস নেমেছে। নিজ দেশও ছাড়তে হয়েছে। এখন পর্যন্ত বহুবার আদালতের নির্দেশে সাজা খেটেছেন লিন্ডসে। আবারও সাজার ফাঁদে পড়লেন তিনি। আদালতের নির্দেশে মঙ্গলবার থেকে কমিউনিটি সার্ভিস দিতে হচ্ছে তাকে। ২০১২ সালে বেপরোয়া গাড়ি চালানোর মামলায় তার এই সাজা। গত ফেব্রুয়ারি মাসে লোহানকে ১২৫ ঘণ্টা কমিউনিটি সার্ভিসের নির্দেশ দেন লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। কিন্তু এখন পর্যন্ত লোহান মাত্র নয় ঘণ্টা ৪৫ মিনিট কমিউনিটি সার্ভিস দিয়েছেন। যুক্তরাষ্ট্র ছেড়ে লন্ডনে বসবাস করছেন লিন্ডসে। সেখানে কমিউনিটি সার্ভিস দিচ্ছেন- এমন ছবি লিন্ডসে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন চলতি মে মাসের শুরুর দিকে।
এ ছাড়া নিজের অ্যাপার্টমেন্টে বসে স্থানীয় একটি দাতব্য কাজের জন্য ফেসবুকে বার্তা ছড়িয়ে কমিউনিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করেন লিন্ডসে। কিন্তু বিচারক তাকে সাফ জানিয়ে দেন, ঘরে বসে অন্তর্জালের মাধ্যমে কমিউনিটি সার্ভিস দেওয়া যাবে না। আদালতের নির্দেশ অনুযায়ী নিউইয়র্কের ব্রুকলিনে ডাফিল্ড চিলড্রেনস সেন্টারে কমিউনিটি সার্ভিস দিতে হবে তাকে। তাই বাধ্য হয়েই নিউইয়র্ক যেতে হবে লিন্ডসেকে।