বিভিন্ন সময়ে শ্রোতার মন ছুঁয়ে যাওয়া জনপ্রিয়, বৈচিত্র্যপূর্ণ ও নাটকীয় গানের ভাব অবলম্বনে নির্মিত এসএ টিভির জনপ্রিয় সিরিজ ধারাবাহিক 'রেইনফরেস্ট' নতুন সিরিজ নিয়ে আসছে ম্যাডোনার বিশ্বখ্যাত 'জাস্টিফাই মাই লাভ' গান অবলম্বনে। আর তারকা মেলায় এবার আবারও যুক্ত হচ্ছেন নাইম, ঈষানা, ইমতু রাতিশ, সাবেরী আলম ও দীপ্তি। প্রথমবারের মতো বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের ইতিহাসে সম্পূর্ণ নতুন, ক্লাসিক এবং ইনোভেটিভ আইডিয়ায় নির্মিত এই ধারাবাহিক শততম পর্ব অতিক্রম করে ইতিমধ্যে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। নাটকটি সম্পর্কে পরিচালক অনন্য ইমন বলেন- 'নাটকটি শতপর্ব অতিক্রম করে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছায় তিনি অত্যন্ত অনুপ্রাণিত এবং সাফল্যের এই ধারাবাহিকতা রক্ষায় আন্তরিকভাবে সচেষ্ট থাকবেন।' 'রেইনফরেস্ট' প্রচারিত হয় প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় এসএ টিভিতে। সিরিজটি রচনা করছেন হাবিব জাকারিয়া উল্লাস আর পরিচালনা অনন্য ইমন।