নজরুল-জয়ন্তীতে কেমন ব্যস্ত ছিলেন?
সব সময়ই এ দিনগুলোয় আমাদের ব্যস্ততা একটু বেশি থাকে। এবারও তার ব্যতিক্রম ছিল না। বিভিন্ন টিভি চ্যানেলসহ বাংলা একাডেমিতে ও উত্তরা ক্লাবে দুটি অনুষ্ঠানে গান পরিবেশন করি। এ ছাড়া বিটিভিতে রমজান উপলক্ষে হামদ ও নাত রেকর্ড করা হচ্ছে। অন্য অনুষ্ঠানের পাশাপাশি এটিও রেকর্ডিং করতে হচ্ছে। সব মিলিয়ে ব্যস্ততা ভীষণ। ঋতুবৈচিত্র্যের মতো এই বিশেষ দিবসগুলো এলে আমাদের মতো শিল্পীদের ব্যস্ততা বেড়ে যায়।
আপনার কি মনে হয় এখন নজরুল কিংবা রবীন্দ্র উৎসবের রূপ পাল্টেছে?
হ্যাঁ, আগে কিন্তু এত টিভি চ্যানেল ছিল না। এখন প্রায় প্রতিটি টিভি চ্যানেলে এই দিনে নানা ধরনের অনুষ্ঠান প্রচার হয়। এটা আমার কাছে ভালো লাগে। চারদিকে কেমন উৎসব উৎসব ভাব থাকে। আরও ভালো লাগে এখন এ উৎসবগুলো শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের বিভিন্ন দেশে নজরুল-জয়ন্তী পালন করা হয়। এখন কিন্তু এ ধরনের অনুষ্ঠান আয়োজনের সংখ্যা বেড়েই চলেছে। এটা খুব ইতিবাচক। আসলে নজরুলচর্চা বাড়ছে। নজরুলকেন্দ্রিক উৎসবের সীমানা বেড়েছে।
নতুন শিল্পীদের মধ্যে নজরুলচর্চা বাড়ছে বলে আপনি মনে করেন?
আমার মনে হয় আধুনিক ও অন্যান্য গানের পাশাপাশি এখন তরুণ শিল্পীরা নজরুলের গান শেখা এবং শোনার ব্যাপারে দারুণ আগ্রহী। ওরা কিন্তু নজরুলের গানের সঠিক বাণী আর সুরে গান করছে। নজরুল ইনস্টিটিউটের কল্যাণে আমরা অনেক গানের স্বরলিপি পেয়েছি। নজরুলসংগীতের ভবিষ্যতের জন্য এটা খুবই ইতিবাচক ঘটনা।
নজরুলসংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
নজরুল আমার অন্তরে বসত করে। যত দিন বেঁচে আছি তার গান গেয়ে যাব। নজরুলের গানের প্রসার এবং প্রচারে কাজ করব। নজরুলের গানের নতুন নতুন শিল্পী তৈরি করব।
মাঝেমধ্যে আপনাকে অভিনয়ে দেখা যায়
আমি অভিনেত্রী নই। মাঝেমধ্যে অনুরোধের ঢেঁকি গিলতে হয়। তাই পর্দায় দেখা যায় আমাকে। তবে অভিনয় করতে আমার মন্দ লাগেনি। ওটাও তো শিল্পের মধ্যেই পড়ে।
আলী আফতাব