পাকিস্তানের মানুষও সালমান ম্যাজিকের ভাগ পাবেন বলে খবর। আগামী ঈদে ভারতের সঙ্গে সঙ্গে পাকিস্তানেও মুক্তি পেতে চলেছে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’।
ভারতীয় ছবির পাকিস্তানে মুক্তিলাভ খুব সহজ প্রক্রিয়ায় ঘটে না। বেশিরভাগ সময়েই একটা না একটা বিতর্কে আক্রান্ত হতে হয়।
যদিও ভারতীয় সিনেমা বা তার অভিনেতা-অভিনেত্রীরা খুবই জনপ্রিয় পাকিস্তানে। কিন্তু সম্প্রতি ‘বেবি’, ‘এক থা টাইগার’, বা ‘এজেন্ট বিনোদ’ এইরকম বেশ কয়েকটি ভারতীয় ছবি নিষিদ্ধ হয়েছে সে দেশে।
কিন্তু ‘বজরঙ্গি ভাইজান’ একজন মানুষের ভারত থেকে পাকিস্তানে যাত্রার কাহিনী, যে যাত্রাপথে সে তার ভালোবাসা খুঁজে পায়’।
সালমান খান-কারিনা কাপুর-নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত এই ছবি পাকিস্তানের হলগুলিতে ঈদের সময়ে সাড়া জাগাবে বলেই আশা।
বিডি-প্রতিদিন/ ২১ জুন,২০১৫/ নাবিল