নৃত্য, উপস্থাপনা, নাটকে অভিনয়, মডেলিং—সবই করেছেন। প্রতিটি ক্ষেত্রে সফল হয়েছেন কবির তিথি। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এবার যাত্রা শুরু করছেন রুপালি পর্দায়। নাম মিশন মাদ্রিদ। ছবিটি পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। রুপালি পর্দার অভিষেক ছবিতে তিথির নায়কের ভূমিকায় দেখা যাবে বাপ্পিকে।
জানা গেছে, স্পেনে প্রায় টানা ১২ দিন 'মিশন মাদ্রিদ' ছবির শুটিং হবে। তাই সবকিছু ঠিক থাকলে ঈদের দুদিন পরই স্পেনের উদ্দেশ্যে রওনা দিবেন কবির তিথি।
চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তিথি জানান, ‘এতদিন টিভি নাটকে অভিনয় করলেও আমার স্বপ্ন ছিলো বড় পর্দায় কাজ করার। সেই স্বপ্ন এবার পূরন হতে চলেছে। খুব ভালো লাগছে। আশা করছি দর্শকদের জন্য পূর্ণাঙ্গ বিনোদনের একটি ছবি নিয়ে আসতে পারব।’
বর্তমানে ঈদের নাটক ও উপস্থাপনা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিথি। পাশাপাশি নাচও করছেন বিভিন্ন টিভি অনুষ্ঠানে।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৫/মাহবুব