এক বিদেশি নারীকে ধর্ষণের অভিযোগে বলিউড নির্মাতা এবং চিত্রনাট্যকার মাহমুদ ফারুককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
জানা গেছে, গত ১৯ জুন একজন আমেরিকান নারী দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ড থানায় ফারুকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর এ নির্মাতাকে গ্রেফতার করা হয় এবং ছয় দিনের পুলিশ হেফাজতে রাখা হয়। জানা যায়, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত মার্চে।
এর আগে গ্রেফতারের পর মাহমুদ ফারুককে স্থানীয় আদালতে হাজির করা হয়। আদালত এ নির্মাতাকে ছয় দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ফারুকের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড ৩৭৬ ধারায় মামলা দায়ের করেন পুলিশ। পাশাপাশি পুলিশ বিষয়টির তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
মাহমুদ ফারুক বলিউড সিনেমা পীপলি লাইভ এর সহকারী পরিচালক ছিলেন। তিনি সিনেমাটির পরিচালক আনুশা রিজভীর স্বামী। একটি কৃষকের আত্মহত্যাকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক কাহিনি নিয়ে নির্মাণ করা হয় এ সিনেমা। পীপলি লাইভ সিনেমাটি প্রযোজনা করেছিলেন বলিউড অভিনেতা আমির খান।
বিডি-প্রতিদিন/২১ জুন ২০১৫/ এস আহমেদ