রুবেলের খেলা দেখতে বরাবরই মাঠে ছুটে যেতেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। কিন্তু রুবেলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরুর পর বেশকিছুদিন আর মাঠে যাওয়া হয়নি। কিন্তু বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দেখতে ঠিকই স্টেডিয়ামে হাজির হন হ্যাপি। আজ রবিবারও তার ব্যাতিক্রম হয়নি। ছুটে গেছেন টাইগারদের খেলা দেখতে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখতে আজও মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছেন বহুল আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। আজ হিজাব পরে মাঠে হাজির হয়েছেন এ অভিনেত্রী।
এর আগে প্রথম ওয়ানডেতে সঙ্গীতশিল্পী লোপা হোসেনকে সাথে নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন হ্যাপি। লোপা হোসেন তার ফেসবুক প্রোফাইলে হ্যাপি ও নিজের একটি উচ্ছ্বসিত ছবিও পোস্ট করেছিলেন। ছবিতে দেখা যায় উচ্ছ্বসিত হ্যাপি চোখ টিপে হাসছেন, লোপা আর হ্যাপির মাঝখানে একজন বোরকা পরিহিত নারীকেও দেখা যায় ছবিতে।
হ্যাপি-রুবেল প্রেম উপাখ্যান এখন দেশের মানুষের মুখে মুখে। তাদের প্রেমগাথা নিয়ে একটি টেলিফিল্ম বানানোর ঘোষনাও দিয়েছেন অভিনেত্রী হ্যাপি। ক্রিকেটার রুবেলের সঙ্গে সম্পর্ক নিয়ে কোট-কাচারি করে ক্লান্ত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি সম্প্রতি নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন তার ফেসবুক পেইজে। নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ''অনির্দিষ্টকালের জন্য আমি ফেসবুকে থাকব না। কোন ছবি বা কোন status দেবো না। আইডি deactivate করতাম কিন্তু এই সুযোগে আমার ফেক আইডিগুলো মানুষকে ঠকাতে পারে, শুধু এটা ভেবেই আইডি deactivate করলাম না। আমি আমার মোবাইলে কোনো কল রিসিভ করব না এবং কোন সাংবাদিক বা বন্ধু কারও সাথে কথা বলব না। আবার কবে সবকিছুতে ফিরে আসব জানি না। এমনও হতে পারে এই হারিয়ে যাওয়াটা একেবারের জন্য। সবার মাঝখান থেকে হারিয়ে একা থাকতে চাই।'' যদিও স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে তোলা একটি ছবি আজও ফেসবুকে পোস্ট করেছেন হ্যাপি।
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ তুলে জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেছিলেন অভিনেত্রী হ্যাপি। এ নিয়ে ডাক্তারি নানা পরীক্ষা-নিরীক্ষাও হয়। দিন কয়েক জেলের ভাতও খেতে হয় রুবেলকে। শেষ পর্যন্ত আদালত রুবেলকে অভিযোগ থেকে মুক্তি দেন। পুরো সময়টাতে হ্যাপি রুবেলের সঙ্গে তার সম্পর্কের প্রমাণ স্বরূপ তাদের দু'জনের নানা অডিও-ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড করতে থাকেন। সঙ্গে দিতে থাকেন নানা স্ট্যাটাস। অবশেষে ফেসবুক থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন।
এর আগে এক স্ট্যাটাসে হ্যাপি লেখেন, ''feeling দুচোখ ভরে তোমাকে দেখতে ইচ্ছা করে। একটা মানুষ হাটতে পারলে, চলতে পারলে আর হাসতে পারলেই কী তাকে বেচেঁ থাকা বলে? ভেতরের মানুষটা মারা গেলে তাকে কোথায় কবর দিতে হয়? কিভাবে তাকে আলাদা করা যায়? আর যদি নাই বা আলাদা করা যায় তাহলে ভেতর আর বাইরের মানুষ কেন এত অন্যরকম? অভিনয় করে হেসে কথা বলে সবাইকে বোঝানো যায় আমি ভাল আছি কিন্তু নিজের সাথে অভিনয় করে কি নিজের কষ্ট লুকানো যায়? বা ভাল থাকা যায়? হা হা হা। ও হ্যা,আর একটা কথা, আমার মনটা কালো হয়ে গেছে । অনেক কালো। আগে সুন্দর একটা মন ছিল,খুব সাদা। সেখানে সুন্দর সুন্দর আশা লালন করতাম। এখন সব আশা-ভালবাসা, সুন্দর সেই পবিত্র হৃদয়টা সব পুড়ে কালো ছাই হয়ে গেছে। অনেক কালো। আমি এমন কারও অপেক্ষায় যে কোনদিনই আমার জীবনে ফিরবে না। শুধু আমাকে অনেক অনেক কষ্ট উপহার দিয়ে গেছে। ধন্যবাদ তোমাকে। সবকিছুর পরেও তুমি ভাল আছো, এটাই ভাল। কিন্তু তোমাকে ছাড়া আমি ভাল নেই। খুব একা আমি।''
রুবেলের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম সাক্ষাতকারে হ্যাপির উপস্থিতি ছিল দুঃখভারাক্রান্ত। বিভিন্ন স্ট্যাটাস আর বক্তব্যে নিজের কষ্ট আর রুবেলের প্রতি ভালবাসাই প্রকাশ করেছেন। আজ মিরপুরে স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছ্বসিত দেখা গেছে।
প্রথমবারের মতো চার পেসার নিয়ে ওয়ানডে খেলছেন বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার সঙ্গে পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
সম্প্রতি মায়া শিরোনামের একটি সিনেমায় হ্যাপি চুক্তিবদ্ধ হয়েছেন। চিত্রনায়িকা হ্যাপি অভিনীত প্রথম চলচ্চিত্র মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা। এ ছাড়া রিয়েল ম্যান সিনোমাতেও অভিনয় করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/২১ জুন ২০১৫/ এস আহমেদ