'এখনকার নাটকের মান খুব নিচে নেমে গেছে। আমরা দর্শকের চাহিদা পূরণ করতেই পারছি না। যেসব সিনিয়র শিল্পী দীর্ঘদিন গ্রুমিংয়ের মধ্য দিয়ে ভালোবেসে অভিনয় করতেন সেসব শিল্পী রাগে কিংবা অভিমানে অভিনয় থেকে দূরে সরে গেছেন। কারণ তাদের সঠিকভাবে মূল্যায়ন হয়নি। এটা খুব শুভ লক্ষণ যে শমী কায়সার আবারও নাটকে ফিরে এসেছেন। আমি মনে করি বিপাশা হায়াত, আফসানা মিমি, তারিন, অপি করিম, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, শহীদুজ্জামান সেলিম যদি নিয়মিত অভিনয় করেন তাহলে আমাদের নাট্যাঙ্গন সমৃদ্ধ হবেই।'
কথাগুলো টানা বলে গেলেন দর্শকপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ। চয়নিকা চৌধুরী পরিচালিত এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য নির্মিতব্য 'কেমন আছো' নাটকের শুটিং স্পটে বসে কথাগুলো বলছিলেন তিনি। নাটকে মাহফুজ আহমেদের সঙ্গে আরও অভিনয় করছেন তৌকীর আহমেদ ও অপি করিম। এবারই প্রথম তারা তিনজন একসঙ্গে নাটকে অভিনয় করছেন। নাটকটি রচনা করেছেন রুম্মান রশীদ খান।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, 'পুরনো সহকর্মীদের সঙ্গে অভিনয় করতে সত্যিই ভালো লাগে।' অপি করিম বলেন, 'আমি দীর্ঘদিন পর মাহফুজ ভাইয়ের সঙ্গে কাজ করছি। আমি খুব উচ্ছ্বসিত।'
নির্মাতা জানান আসছে ৩ জুলাই এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটকটি প্রচার হবে।
এদিকে মাহফুজ আহমেদ মাঝে প্রায় দুই বছর নাটকে অনিয়মিত থাকলেও এখন আবারও নিয়মিত হয়েছেন। মাহফুজ আহমেদ বলেন, 'আমার আজকের মাহফুজ আহমেদ হয়ে উঠা এই ইন্ডাস্ট্রির কারণে। আমি আমার ইন্ডাস্ট্রিকে অনেক ভালোবাসি। আমার সহকর্মীদের জন্য, আমার ইন্ডাস্ট্রির জন্য যা কিছু কল্যাণকর আমি করে যাব।'
'কেমন আছো' নাটকটি প্রযোজনা করছে মাহফুজ আহমেদেরই প্রতিষ্ঠান বাণীচিত্র।