শহিদ কাপুর সুবোধ বালক হয়ে যাচ্ছেন। আর তিনি এমনভাবে বদলাচ্ছেন বিয়ে পাকাপাকি হওয়ার পর থেকেই। এক বিয়ের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে সংশোধিত করছেন আরও অনেক ছোট ছোট সিদ্ধান্তে। যেমন তিনি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন 'আর কোনো চুমু নয়'। মানে পর্দায় তিনি আর কখনো চুমুর দৃশ্যে অভিনয় করবেন না। শহিদের পক্ষে কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়াই স্বাভাবিক। কারণ বর্তমান যুগে পরিবারের সিদ্ধান্তে বিয়ের রীতি প্রায় উঠেই যাচ্ছে। কিন্তু শহিদ বিয়ে করছেন বাবার পছন্দের পাত্রীকে। বিয়ের প্রস্তুতিও প্রায় শেষ।
এখন পর্যন্ত একাধিক ছবিতে সহ-অভিনেত্রীর সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে শহিদকে। কিন্তু হবু স্ত্রীর চাপে পড়ে কি না কে জানে, সামনে আর চুমুর দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ছবিতে চুক্তি স্বাক্ষরের আগে চুমুর দৃশ্যে অভিনয় না করার শর্ত জুড়ে দেবেন। অবশ্য পর্দায় চুমুর দৃশ্যের তেমন কোনো প্রয়োজনীয়তা নেই বলে মনে করেন বলিউডের অনেক তারকাই। এ তত্ত্বে বিশ্বাসী বলিউডের অন্যতম দুই তারকা সালমান খান ও সোনাক্ষী সিনহা। সম্প্রতি এই দলে নাম লিখিয়েছেন 'খুবসুরত' তারকা ফাওয়াদ খান ও 'মেরে ব্রাদার কি দুলহান' তারকা আলী জাফর। দল ভারী করতে এবার সেই দলে নাম লেখাতে যাচ্ছেন শহিদ কাপুর।
এদিকে শহিদ কাপুরের বিয়ে প্রসঙ্গে বলিউডের অনেকেই বলছেন এক মাসের মধ্যেই নাকি ব্যাচেলর জীবনের ইতি টানবেন তিনি। আবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আসছে জুলাই মাসে মিরা রাজপুতের গলায় মালা পরাবেন ৩৪ বছর বয়সী এ তারকা অভিনেতা।
শহিদের কাছের একটি সূত্র জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে ৮ জুলাই দিল্লিতে বিয়ের পিঁড়িতে বসবেন শহিদ-মিরা। বিয়ের পর ১২ জুলাই মুম্বাইয়ে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান হবে।