ভিন্ন ধরনের প্রচারণা নিয়ে এবার মাঠে নেমেছে ইমন ও মিম। 'পদ্মপাতার জল' ছবির প্রচারণায় চলছে নানা আয়োজন। মাসজুড়ে এ ছবির শিল্পীরা যাচ্ছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। আয়োজনে অংশ নিচ্ছেন ছবির অভিনয় শিল্পী ইমন-মিমসহ এ ছবির পরিচালক, গানের শিল্পী ও সংগীত পরিচালক ও অন্য কলাকুশলীরা।
পদ্মপাতার জল গিয়েছে বিইউএফটি, ব্র্যাক ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউল্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোম ইকোনমিকস ইউনিটে। শিক্ষার্থীদের সঙ্গে 'পদ্মপাতার জল' ছবির শুটিং অভিজ্ঞতা, গানসহ নানা বিষয় শেয়ার করেন তারা। এরপর শিক্ষার্থীদের টিশার্ট উপহার দেন। ইমন বলেন, 'চলচ্চিত্রের প্রতি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই আমাদের এই উদ্যোগ। আশা করছি 'পদ্মপাতার জল' ছবিটি দিয়ে নতুন প্রজন্ম আবারও হলমুখী হবে।' মিম বলেন, 'মাসজুড়ে এই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে ঢাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও যাব আমরা।' পদ্মপাতার জল ছবিটি সিনেমা হলে গিয়ে দেখার জন্য সবাইকে অনুরোধ করেন পরিচালক তন্ময় তানসেন।