শরৎচন্দ্রের 'দেবদাস'র ছায়া অবলম্বনে ইমরাউল রাফাত নির্মাণ করছেন ঈদের বিশেষ টেলিফিল্ম 'আবারো দেবদাস'। টেলিফিল্মে দেবদাসের এই সময়ের চরিত্র দীপ চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো আর পার্বতীর চরিত্র বদলে পারুল হয়েছেন মিথিলা। অন্যদিকে চন্দ্রমুখীরূপী চাঁদনী চরিত্রে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। বর্তমানে টেলিফিল্মটির শুটিং চলছে। পরিচালক ইমরাউল রাফাত বলেন, 'আমি আধুনিক দেবদাসকে উপস্থাপন করার চেষ্টা করছি। দর্শক আমার এ বিশেষ টেলিফিল্মে নতুনত্ব পাবেন। দর্শকের কাছে বিশেষ অনুরোধও থাকবে যে, প্লিজ আপনারা শরৎচন্দ্রের দেবদাসের সঙ্গে আমার এ টেলিফিল্মের মিল খোঁজার চেষ্টা করবেন না।'
টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, 'মিথিলা আমার ছোট্টবেলার বন্ধু। তাই ওর সঙ্গে অভিনয় করতে ভালো লাগছে। পরিচালক রাফাতকে ধন্যবাদ আমাদের দুজনকে একসঙ্গে অভিনয় করার সুযোগ করে দেওয়ায়।' মিথিলা বলেন, 'ছোটবেলা থেকেই শরৎচন্দ্রের দেবদাসের ভক্ত আমি। দেবদাস ছবি দেখেও মুগ্ধ হয়েছি। ভাবতাম যদি কেউ দেবদাস নির্মাণ করেন তবে আমাকে মনে হয় পার্বতী চরিত্রেই অভিনয় করতে হবে। রাফাত আমার ভাবনার সফল পরিণতির দিকে এগিয়ে নিয়ে গেছে।' ঈদে এসএটিভিতে প্রচারের লক্ষ্যে রাফাত টেলিফিল্ম 'আবারো দেবদাস' নির্মাণ করছেন।