গতকাল সম্প্রচারের তিন বছর পূর্ণ করেছে সংবাদভিত্তিক টিভি চ্যানেল একাত্তর। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত চ্যানেলটি পা রেখেছে চতুর্থ বর্ষে। ২০১২ সালের ২১ জুন যাত্রা শুরু করেছিল এই চ্যানেল। আর এ উপলক্ষে পালিত হয় তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। একেবারেই নিজস্বভাবে কর্মীরা দিনটি উদযাপন করেন। তবুও তাদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্তৃপক্ষ জানিয়েছেন, সংবাদে নতুনত্ব ধরে রাখা এবং আগামীতে আরও সমৃদ্ধ হওয়ার চেষ্টা থামবে না তাদের।
একাত্তর টিভি যাত্রা শুরুর পর থেকেই সংবাদ প্রচারে আনে নতুনত্ব। 'সংবাদ নয় সংযোগ' স্লোগান নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে চ্যানেলটি। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখার চেষ্টা করেছে। শুরু থেকেই দেশীয় টিভি সংবাদ ও কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক অনুষ্ঠান বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।