বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুর অভিনীত 'এবিসিডি টু' গত ১৯ জুন মুক্তি পেয়ে এখন পর্যন্ত আয় করেছে ১৪ কোটি রুপিরও বেশি। আর এরই সঙ্গে মুভিটি গড়েছে চলতি বছরের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটার বার্তায় জানান, এর আগে প্রথমদিনে সর্বোচ্চ ১৩ কোটি ৫ লাখ রুপি আয় করেছিল অক্ষয় কুমার অভিনীত 'গাব্বার ইজ ব্যাক' মুভিটি। আর ১০ কোটি ৫৩ লাখ রুপি আয় করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে 'দিল ধাড়াকনে দে'।
উল্লেখ্য, রেমো ডি'সুজা পরিচালিত 'এবিসিডি' মুভিটিও দারুণ হিট হয়েছিল। আর তারই সিক্যুয়েল 'এবিসিডি টু'। ধারণা করা হচ্ছে মুভিটি প্রথম তিন দিনেই ৪৫ কোটি রুপির বেশী আয় করতে পারে।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৫/শরীফ