মামলার জালে ফেঁসেছেন বলিউড অভিনেতা সানি দেওল। জনপ্রিয় এ অভিনেতার বিরুদ্ধে বারানাসি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। গত রবিবার সর্বজন জাগরতি নামক একটি সংস্থা ভেলুপুর থানায় এ অভিযোগ দায়ের করেন।
এ অভিনেতার পরবর্তী মোহাল্লা আসসি সিনেমার কারণে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। তাদের অভিযোগ মোহাল্লা আসসি সিনেমায় বারানাসিকে সম্পূর্ণ নৈতিকতা বহির্ভূত এবং খুব খারাপভাবে উপস্থাপন করা হয়েছে।
এ সংস্থার একজন অভিযোগকারীর বক্তব্য, 'এ সিনেমাটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আমরা কিছুতেই এ ধরনের সিনেমা মুক্তি পেতে দিব না।'
সানি দেওলের পাশাপাশি এ সিনেমার পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। হিন্দি লেখক কাশিনাথ সিংয়ের 'কাশি কা আসসি' উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে।
সিনেমাটিতে সানি দেওল ছাড়া আরো অভিনয় করছেন রবি কিষাণ এবং সাক্ষী তানওয়ার। সিনেমায় সানি দেওল একজন সংস্কৃত শিক্ষক এবং পন্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে সাক্ষী তানওয়ার অভিনয় করেছেন তার স্ত্রীর ভূমিকায়।
মোহাল্লা আসসি সিনেমার ট্রেইলর:https://www.youtube.com/watch?v=uA618-m4WP8
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৫/ এস আহমেদ