বাসর রাতে হাত কাটলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। এ তথ্যটি পুরোপুরি না হলেও আংশিক সত্য। অর্থাৎ হাত কেটেছে ঠিকই তবে বাস্তবের বাসর রাতে নয়, সিনেমায়।
গতকাল রবিবার রাতে ছিল শামীমুল ইসলাম শামীম পরিচালিত 'আমার প্রেম আমার প্রিয়া' ছবির শ্যুটিং। দৃশ্যটি ছিল নায়ক আরজু ও নায়িকা পরীমণির বাসর রাতের। অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে দৃশ্য ধারণের কাজ শুরু হয়ে যায়। পরীমণির হাত ধরে আরজু দুষ্টুমির ছলে জোরাজুরি করতে থাকেন। এক পর্যায়ে কাঁচের চুড়ি ভেঙ্গে হাত কেটে যায় পরীর। কিন্তু সেদিকে খেয়াল থাকে না তার। শেষ পর্যন্ত এক টেকেই শর্টটি ওকে হয়।
এদিকে, শর্ট শেষে দেখা যায় পরীর বাম হাত গড়িয়ে রক্ত পড়ছে। তাড়াতাড়ি করে প্রাথমিক চিকিৎসা শেষে গতকালের মতো শ্যুটিং প্যাকআপ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, "আজ সারাদিন বাসায় বিশ্রাম নিচ্ছি। হাতে এখনো ব্যান্ডেজ করা। কিছুটা সুস্থ হলেই আবার শ্যুটিংয়ে ফিরবো।"
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা, সীমান্ত প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২২ জুন, ২০১৫/ রশিদা