ভারতের একটি স্বনামধন্য মিডিয়া হাউজের ওপর বেশ চটেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সোনাক্ষীর সঙ্গে তার সম্পর্কের মিথ্যা অপপ্রচারের কারণে ডিএনএ নামক একটি পত্রিকার ওপর তিনি ক্ষেপেছেন বলে জানা গেছে।
এর আগে পত্রিকাটি তাদের খবরে জানিয়েছিল, কিছুদিন আগে অনুষ্ঠিত ‘আইফা’ অ্যাওয়ার্ডে সোনাক্ষীকে যে গান গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে সন্তুষ্ট নন পরিণীতি। তিনি নিজেই নাকি ‘আইফা’ অ্যাওয়ার্ডে গান গাইতে চেয়েছিলেন। কিন্তু যখন কর্তৃপক্ষ সোনাক্ষীকে গানের প্রস্তাব দেন তা মেনে নিতে পারেননি পরিণীতি।
কিন্তু বিষয়টি মোটেও সত্যি নয় জানিয়েছেন পরিণীতি। তিনি টুইটার বার্তায় তার বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ করেন। এবং ওই মিডিয়া হাইজের ওপর তার অসন্তোষ প্রকাশ করেন।
পরিণীতি টুইট বার্তায় লিখেছেন, 'প্রিয় ডিএনএ, আপনারা যখন কোনো নেতিবাচক খবরই প্রকাশ করবেন তবে কেন আমাদের বক্তব্য নেন? তাহলে আপনাদের মেসেজ এড়িয়ে চলাই ভালো!'
তার পরবর্তী টুইটে তিনি লেখেন, 'এটা খুবই হৃদয় বিদারক যখন আমি আপনাদের প্রশ্নের জবাব দেওয়া সত্বেও মিথ্যা খবর প্রকাশ হয়। খুবই হতাশ!'
এরপরের টুইটে তিনি পোস্ট করেন, 'আমাদের একে অপরের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবেন না। আমরা অভিনয় শিল্পীরা সবাই বন্ধু এবং একে অপরকে সাহায্য করি। এটা সবসময় মনে রাখবেন।'
শেষ টুইট বার্তায় তিনি লেখেন, 'আমি আপনাদের পত্রিকাকে সম্মান করি। আমার এ প্রতিক্রিয়াটি শুধু আজকের খবরটির জন্য।'
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৫/ এস আহমেদ