এবারের ঈদে একাই রাজত্ব করবেন শীর্ষ নায়ক শাকিব খান। শাকিবের দুটি ছবি মুক্তি পাচ্ছে। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী হিসেবে বড় মাপের কোনো নায়ক নেই। অন্যদিকে লড়াই জমবে অপু বিশ্বাস আর মাহির মধ্যে।
ঈদে মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে চারটি ছবি। এগুলো হচ্ছে- শাহিন-সুমনের 'লাভ ম্যারেজ', ইফতেখার চৌধুরীর 'অগ্নি টু', এস এ হক অলিকের 'আরও ভালোবাসবো তোমায়' এবং তন্ময় তানসেনের 'পদ্ম পাতার জল'। 'লাভ ম্যারেজ' ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। 'অগ্নি টু'র নায়িকা মাহি। নায়ক কলকাতার। 'আরও ভালোবাসবো তোমায়' ছবিতে আছেন শাকিব খান ও পরীমনি। 'পদ্ম পাতার জল' ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইমন।
জনপ্রিয় নায়ক হিসেবে শাকিব খানের সঙ্গে ইমনের তুলনা চলে না। 'অগ্নি টু'তে কলকাতার নায়ক। দুই ছবিতেই শাকিব। তাই ঈদের ছবিতে শাকিব খান এবার নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে নায়িকা অপু বিশ্বাস আসছেন 'লাভ ম্যারেজ' নিয়ে। মিম অভিনয় করেছেন 'পদ্ম পাতার জল' ছবিতে। 'আরও ভালোবাসবো তোমায়' ছবিতে আছেন পরীমনি। আর 'অগ্নি টু'র নায়িকা হলেন মাহি। মিম বড় পর্দার একক নায়িকা হিসেবে এখনো প্রতিষ্ঠা পাননি। পরীমনি চলচ্চিত্রে এসেছেন মাত্র। তাই প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় নায়িকা অপুর সঙ্গে লড়াই হতে পারে কেবল মাহির। যদিও দুজন দুই সময়ের নায়িকা তারপরেও অপুর পর মাহি জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছেন। এদিকে এবারের ঈদে চার তারকাবহুল ছবি পেতে যাচ্ছে বলে খুশি প্রদর্শক সমিতি এবং হল মালিকরা। সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, বছরে দুটি ঈদের জন্য অপেক্ষায় থাকে সিনেমা হল মালিকরা। কারণ ঈদ হচ্ছে চলচ্চিত্র ব্যবসার প্রধান সময়। সব ঈদে সবসময় তারকাবহুল ভালো ছবি পাওয়া যায় না। এবার চারটি কাঙ্ক্ষিত ছবি পেয়ে আমাদের প্রত্যাশা বহুগুণে বেড়ে গেছে।