দেখেশুনে যা মনে হচ্ছে, এই মেয়ে থামবার নয়। মাত্র দুই বছর হলো করণ জোহরের হাত ধরে সিনেদুনিয়ায় পা রেখেছে সে। এর মধ্যে ট্যুইটারে আলিয়ার ফলোয়ার সংখ্যা অতিক্রম করল পাঁচ মিলিয়ন। হঠাৎ মানুষের কাছে এতটা স্পেশাল হয়ে যাওয়ায় সবাইকে ধন্যবাদ জানাল ভাট কন্যা আলিয়া।
বাবা মহেশের নামের দমে নয়। অডিশন দিয়ে নিজেকে প্রমাণ, তবেই গ্ল্যামার ওয়ার্ল্ডে জায়গা পাক্কা করেছেন আলিয়া। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন এই নায়িকা।